© 2020 - 2021 MF – Mridha Foundation
Developed by : Noor Chisti (Noorology Studio)
বন্ধুরা, আমরা আপনাদের সাথে একটা ভালো সংবাদ শেয়ার করবো। আমরা ১৯ মে
২০১৭ এ, কাটখাল, মিঠামইন হাওড় এলাকায় বন্যা দুর্গত এলাকায় ত্রাণ বিতরন
করেছি। আমাদের ফ্যামিলি ফাউন্ডেশন - মৃধা ফাউন্ডেশন এর পক্ষ থেকে
প্রতিনিধিত্ব করে আমাদের পারিবারিক বন্ধু সাইফুল গনি সৌরভ, কবিরুল ইসলাম ও
আমার ছোট ভাই আশীষ দাস। আমরা ৫০০ এর বেশী পরিবারকে ১০ কিলো করে চাউল
বিতরন করেছি।
উল্লেখ্য যে, এপ্রিল মাসে প্রচন্ড বণ্যায় সুনামগঞ্জ, নেত্রকোনা, সিলেট ও
কিশোরগঞ্জের হাওড় এলাকা অত্যধিক বৃষ্টির কারনে ফসল উঠার আগেই জলে তলিয়ে
যায়। একমাত্র আয়ের উৎস হারিয়ে এলাকাবাসী দিশেহারা ও মানবেতর জীবন যাপন
করছে। আমরা কিশোরগঞ্জ এর হাওড় এলাকার মিঠামইন উপজেলার কাটখাল ইউনিয়নে
ত্রান বিতরন করেছি। স্থানীয় সেচ্ছাসেবী সংগঠন সোনারতরী আমাদের সার্বিকভাবে
সহায়তা করেছে। আমরা সুদুর প্রবাশে থেকে নিরবে নিভৃতে জন্ম স্থানের জন্য কাজ
করে যাচ্ছি।
আমরা মানুষের জন্য কাজ করতে পেরে, অসহায় মানুষের পাশে থাকতে পেরে নিজেদের
ধন্য মনে করছি। --চিনু মৃধা
We stand with flood impacted Haor people in Bangladesh
Friends, we want to share a good news with you. We were
able to distribute relief to flood-affected areas yesterday,
Friday, May 19, Katakhal, Mithamain Haor area in Bangladesh.
Our friends Saiful Gani Sourav, Kabirul Islam and my younger
brother Ashish Das represented our Mridha Foundation for
this endeavor. We distributed rice to more than 500 families,
each with 10 kilograms.
It is to be noted that due to the heavy rainfall in Sunamganj,
Netrokona, Sylhet and Kishoreganj, in April, the crops were
submerged. The people were left without food and shelter
losing their only earning source. We distributed relief to
Katakhal Union under Mithamain upazila of Haor area of
Kishoreganj. The local volunteer organization Sonartori has
helped us overall. Even though we live far away, our
motherland is still in our heart and thoughts always.
It is a great pleasure that we are able to stand next to the
helpless people during their difficult times. --Chinu Mridha